ঈমান ও আক্কিদা
ঈমান ও আক্বীদা ০১. প্রশ্নঃ আমাদের সৃষ্টিকর্তার নাম কি?উত্তরঃ আল্লাহ্।০২. প্রশ্নঃ আল্লাহর কতগুলো নাম রয়েছে?উত্তরঃ আল্লাহ তা’আলার নাম অসংখ্য-অগণিত।০৩. প্রশ্নঃ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ্ কোথায় আছেন?উত্তরঃ সপ্তাকাশের উপর আরশে আযীমে। (সূরা ত্বহাঃ ৫)০৪. প্রশ্নঃ আল্লাহর আরশ কোথায় আছে?উত্তরঃ সাত আসমানের উপর।০৫. প্রশ্নঃ আল্লাহ কি সর্বস্থানে বিরাজমান?উত্তরঃ না। আল্লাহ্ সবজায়গায় বিরাজমান নন। তিনি সপ্তকাশের উপর সুমহান আরশে সমুন্নত। (সূরা ত্বাহাঃ ৫)০৬. প্রশ্নঃ আল্লাহর কাজ কি?উত্তরঃ সৃষ্টি করা, রিযিক প্রদান, বৃষ্টি বর্ষণ, লালন-পালন করা, সাহায্য করা, জীবন-মৃত্যু প্রদান, পরিচালনা করা, সবকিছু...