ইমাম জাফর সাদিক (আঃ) কে প্রশ্ন করা হল; আপনার জীবনকে কীভাবে প...
ইমাম জাফর সাদিক (আঃ) কে প্রশ্ন করা হল; আপনার জীবনকে কীভাবে পরিচালনা করছেন?
তিনি বলেন: আমার জীবনকে চারটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেছি ।
(1 ) বিশ্বাস করেছি আমার রিজিক অন্য কেউ খাবেন না; তাই হতাশা মুক্ত হয়েছি ।
(2 ) বিশ্বাস করি প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাকে দেখছেন; তাই শরম করেছি ( কোন সীমালঙ্ঘন করিনি)
(3 ) বিশ্বাস করেছি আমার কাজ অন্য কেউ করে দিবেন না; তাই চেষ্টা করেছি ।
(4 ) বিশ্বাস করেছি আমার শেষ পরিণতি মৃত্যু; তাই তার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি ।
25শে শাওয়াল ইমাম জাফর সাদিক আঃ এর শাহাদাত দিবস উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শোক ও সমবেদনা
View more on Facebook
Leave a Message